দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যি হল। ইরানে মার্কিন হামলার (US attacks Iran) পর হরমুজ প্রণালী ( Hormuz strait) বন্ধ করে দেওয়ার পথে হাঁটল তেহরান। এ ব্যাপারে আনা প্রস্তাবে শনিবার সর্বসম্মতভাবে সায় দিয়েছে ইরানের সংসদ তথা পার্লামেন্ট। চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। হরমুজ প্রণালী আসলে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ইরান তা আটকে দিলে গোটা বিশ্ব তীব্র জ্বালানি সংকটের মুখে পড়তে পারে।
হরমুজের (Strait of Hormuz) ভূ-রাজনৈতিক গুরুত্ব