দ্য ওয়াল ব্যুরো: মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) সঙ্গে বিয়ে স্থগিত (Wedding Postponed) হওয়ার পর থেকে প্রকাশ্যে আর দেখা যায়নি ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana)। অবশেষে প্রায় ১১ দিন পর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন তিনি। এই ভিডিওতে স্মৃতিকে দেখে অনুরাগীদের মনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কী এমন ইঙ্গিত পাওয়া গেল সেই ভিডিও থেকে?