দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান আর রানি মুখোপাধ্যায়—এই যুগল একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে, যার মধ্যে রয়েছে ‘কভি খুশি কভি গম’ এবং ‘কভি আলবিদা না কহেনা’র মতো মাইলস্টোন। কিন্তু এরপর সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল সেই জুটি। এবার সেই ফাঁক ভরতে চলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’।