দ্য ওয়াল ব্যুরো: তিনি ধর্মে আছেন। জিরাফে নেই। মানে ক্রিকেটে আছেন। রাজনীতিতে নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছাব্বিশের ভোট থেকে শুরু করে মুখ্যমন্ত্রীত্বের প্রস্তাব—সবকিছু অফ স্ট্যাম্পের বাইরে বেরোনো বল ভেবে ছেড়ে দিলেন। আর কোচিং সংক্রান্ত সওয়াল স্ট্রেট ব্যাটে সলিড ডিফেন্স করে বুঝিয়ে দিলেন—তিনি দৌড়ে আছেন!