দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬ (IPL 2026 Auction) নিলামে এক দিনেই আবেগের রোলার-কোস্টারে পৃথ্বী শ (Prithvi Shaw)। প্রথমে অবিক্রীত, তারপর সমাজমাধ্যমে হতাশার ইঙ্গিত, আর শেষে আচমকাই প্রত্যাবর্তন—দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সিতে। কয়েক ঘণ্টার ব্যবধানে ইনস্টাগ্রামে তাঁর এই ইউ-টার্নই এখন নিলামের সবচেয়ে আলোচিত গল্প।
অবিক্রীত থেকে হৃদয়ভাঙা পোস্ট