প্রিয়া ধর
কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানির পর সদ্য মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ শুরু হয়েছে। যদিও ঘাটাল আছে ঘাটালেই। দুর্গতির শেষ নেই। কবে এই কাজ শেষ হবে সেই নিয়ে দিন গুণছেন স্থানীয়রা। যদিও রোববার অভিনেতা সাংসদ দেব একপ্রকার বরাভয় দিয়ে নিজের লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, সরকার, প্রশাসন দুর্গতদের পাশে ছিল, আছে।