দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনার মুখোমুখি অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন। কয়েক দিন আগেই বাড়িতে ঘটে এই বিপত্তি। ভাঙা গ্লাসের কাচ হাতে ঢুকে গিয়ে হয়েছে রক্তক্ষরণ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলে জানা যায়, অবস্থা গুরুতর। হাতে ৪৫টি সেলাইও পড়েছে তাঁর। এই কঠিন সময়ে স্বামীকে একমুহূর্তও কাছছাড়া কিরতে নারাজ স্ত্রী অঙ্কিতা।
পরিচালক সন্দীপ সিং নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভিকির শয্যাশায়ী ছবি। সেখানে দেখা যাচ্ছে স্বামীর গালে আলতো করে হাত রেখে বসে আছেন অঙ্কিতা। চোখেমুখে উদ্বেগ, তবু দায়িত্ব পালনে ভুলচুক নেই।
#REL