দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2025) শুরুর আগে নিয়মমাফিক অধিনায়ক সম্মেলন। দুবাইয়ের (Dubai) মঞ্চে টিম ইন্ডিয়ার দলনেতা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আর পাকিস্তানের সলমন আলি আঘাকে (Salman Ali Agha) একসঙ্গে বাকি ছ’জন অধিনায়ককে পাশে নিয়ে বসে থাকতে দেখা গেল। আপাতনির্বিষ সওয়াল বাকিদের জন্য বরাদ্দ হলেও ঈষৎ ধারালো প্রশ্নবাণ ভেসে এল সূর্যকুমারকে লক্ষ করে: ‘টুর্নামেন্টে ফেভারিট কি ভারত?’ যা শোনামাত্র দাপটের সঙ্গে জবাব দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সাংবাদিককে থামিয়ে কথা গড়ানোর আগেই সংক্ষিপ্ত উত্তর: ‘কিসনে বোলা? (কে বলল?)’