দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) হাত না মেলানো বিতর্কের পর এবার নাটক ঢুকে গেল ট্রফি উত্তোলনের মঞ্চে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ফাইনালে যদি ভারত জেতে, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi) যেন ট্রফি দিতে পোডিয়ামে না আসেন।
দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাকিস্তান ম্যাচ শেষে হ্যান্ডশেক করলেন না ভারতীয় ক্রিকেটাররা। সেই নিয়ে তুঙ্গে চর্চা। এই সিদ্ধান্ত নিয়েই মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
স্পষ্ট জানালেন, দলের মধ্যে আগেই সিদ্ধান্ত হয়েছিল এনিয়ে। ‘আমরা এখানে শুধু খেলতে এসেছি। নিজেদের মতো করে জবাব দিয়েছি। বোর্ড এবং সরকারের সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। জীবনের কিছু বিষয় স্পোর্টসম্যান স্পিরিটের ঊর্ধ্বে।’
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে সুপার ফোরের দোরগোড়ায় পৌঁছে গেল ভারত। রবিবারের এই জয় ভারতীয় সেনা বাহিনীকে উৎসর্গ করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
ম্যাচ শেষে তাঁদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তিনি। বললেন, 'এই জয় দেশের সাহসী সেনাদের উৎসর্গ করছি। সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই সুযোগ পেলেই চাই তাঁদের মুখে হাসি ফোটাতে।'
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে (Dubai) এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। কিন্তু নিষ্প্রাণ ম্যাচে হঠাৎ করেই মশলা আমদানি করল শিবম দুবের ‘টাওয়েল’!
অদ্ভুত এক ঘটনা। যার কেন্দ্রে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) ব্যাটার জুনায়েদ সিদ্দিকি (Junaid Siddique)। ক্রিজের বাইরে যখন হাঁটাহাঁটি করছেন, তখন উইকেটকিপার সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঝটকা থ্রোয়ে বেলস উড়ে যায়। রিপ্লেতে গোটা বিষয়টি স্পষ্ট ধরা পড়ে। থার্ড আম্পায়ারও আউটের সিদ্ধান্ত জানান।
দ্য ওয়াল ব্যুরো: একপেশে লড়াই—যেমনটা সবাই প্রত্যাশা করেছিল—ঠিক তেমনটাই ঘটেছে। সংযুক্ত আরব আমিরশাহিকে তুড়ি মেরে উড়িয়ে নেট রান রেট অনেকটা বাড়িয়ে নক আউটে যাওয়ার রাস্তা মসৃণ করে ফেলেছে ভারতীয় দল।
কিন্তু আসল লড়াই এখনও বাকি। সেটা রবিবার। পাকিস্তানের বিরুদ্ধে। আমিরশাহি-নিধনের পর অধিনায়ক সূর্যকুমার যাদবের কথাতেও উঠে এল সেই প্রসঙ্গ। বুঝিয়ে দিলেন তাঁরা প্রস্তুত। পাকিস্তানের জন্য মুখিয়ে আছে গোটা দল। অল্প কথায় হলেও যে ঢঙে সূর্য মন্তব্যটি করেছেন, তাতে স্পষ্ট টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস এই মুহূর্তে আকাশ ছুঁয়েছে!
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ইউএই-কে কার্যত গুঁড়িয়ে দিল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদবের দল। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব এবং শিবম দুবে। মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় ইউএই।
কুলদীপ একাই তুলে নেন চারটি উইকেট, সঙ্গে তিনটি উইকেট নেন শিবম দুবে। তাঁদের ঝোড়ো স্পেলে কার্যত দাঁড়াতেই পারেননি ইউএই-র ব্যাটাররা।
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে বল হাতে ভয়ঙ্কর রূপ দেখাল ভারত (India vs UAE)। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ এ-র ম্যাচে ইউএই-কে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিল সূর্যকুমার যাদবের স্কোয়াড (Suryakumar Yadav)।
ভারত টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় (India bowling performance)। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুর্দান্ত স্পেল করলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। তাঁকে কার্যকরী সঙ্গত দিলেন শিবম দুবে, যিনি ৩টি উইকেট নেন। বাকি বোলাররাও নিয়মিত চাপ তৈরি করতে থাকেন, যার ফলে ইউএই-র ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মুহূর্তে।