দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার সকালে আইসিডিএসে পড়াশোনা চলার সময় ভেঙে পড়ে টালির ছাউনি দেওয়া ছাদ। জখম হয় সাতজন শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুনগ্রাম পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে বাচ্চাদের পড়ানো হচ্ছিল। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে টালির ছাউনি। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষজন। শিশুদের আর্তনাদ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ভাঙা টালির অংশ খসে পড়ায় গুরুতর জখম হয় সাতজন শিশু পড়ুয়া। তাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।