দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে ফের রাজ্যে খুন হয়েছেন এক তৃণমূল নেতা (TMC Leader Death)। বাঁকুড়ার (Bankura) সোনামুখীতে গুলি করে খুন করা হয় তাঁকে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Clash) রয়েছে বলেই প্রাথমিক অনুমান ছিল। আর এরই মধ্যে নিহতের বোন যে অভিযোগ করেছেন, তা বিস্ফোরক।
সোনামুখীতে কী কারণে খুন তৃণমূল নেতা? বিস্ফোরক অভিযোগ করে নিহত তৃণমূল নেতার বোন বলেছেন, রাজ্য সরকারের পাঠানো টাকা আসার আগে এলাকার রাশ কার হাতে থাকবে, সেই নিয়ে বিবাদের জেরেই খুন হতে হয়েছে তাঁর দাদাকে!
#REL