দেবাশিস গুছাইত, হাওড়া
একেবারে দিনের আলোয় এক নবজাতক চুরি যাওয়ায় শোরগোল পড়ল আমতা হাসপাতালে। মঙ্গলবার ১১ দিনের এক শিশু হাসপাতাল থেকে চুরি যায় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা জানান, ওই মহিলা নিজেকে আশাকর্মী পরিচয় দিয়ে টিকা দেওয়ার অছিলায় শিশুটিকে কোলে নেয়। তারপরেই কয়েক মিনিটের মধ্যে উধাও হয়ে যায়। শিশুর মা মন্দিরা বাগ বুঝতে পেরে চিৎকার শুরু করেন। ততক্ষণে অবশ্য শিশুটিকে নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত মহিলা।