মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ: প্রতারণার ফাঁদ পেতে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৮০ গ্রাম সোনার অলংকার হাতানোর অভিযোগে গ্রেফতার হল এক যুবক। এই ঘটনায় আলোড়ন পড়েছে নওদা থানার কিশোরীতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওদার কিশোরীতলার বাসিন্দা হাবিব শেখ ওরফে বান্টির সঙ্গে নদিয়ার প্রহ্লাদ বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর সামাজিক মাধ্য়মে পরিচয় হয়। সেই পরিচয় গাঢ় হতেই নিজেকে স্বর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় ওই যুবক। এরপর প্রহ্লাদবাবুকে জানায়, তারও সোনার দোকান রয়েছে। তাঁরা আদানপ্রদান করতে পারেন। এরপরেই সোনা কিনবেন জানিয়ে প্রহ্লাদবাবুকে মুর্শিদাবাদে ডেকে পাঠান।