কাজল বসাক, নদিয়া
কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় নতুন মোড়। অভিযুক্ত আনোয়ার শেখ ও মানোয়ার শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বোমা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃতরা বাড়িতে বোমা লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তারপরেই বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাদের নিয়ে মোলান্দি গ্রামে যায়।
শুক্রবার সকাল থেকে অভিযুক্তদের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। দুপুর সাড়ে বারোটায় চার সদস্যের বোম স্কোয়াডের দল মোলান্দি পৌঁছে বাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি বোমা উদ্ধার করে। পরে সেগুলো পাশের বাঁশবাগানে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করা হয়।
#REL