দ্য ওয়াল ব্যুরো: বাইরে ঝমঝম বৃষ্টি, থমথমে আকাশ। এমনই এক দিনে বেলা ১২টা নাগাদ সংবাদ মাধ্যমে খবর এসেছিল সিদ্ধার্থ শুক্লা আর নেই। কার্ডিয়্যাক অ্যারেস্টে মৃত্যু হয়েছে বিগ বস জয়ী অভিনেতার। সেদিন থমকে গেছিল বলিউড। ফিটনেস ফ্রিক শুক্লার মৃত্যু মেনে নিতে পারেনি তাঁর সহকর্মী থেকে অনুগামী, কেউই। অভিনেতার মৃত্যুর তিন বছর হওয়ার আগেই একইভাবে চলে গেলেন তাঁর প্রাক্তন প্রেমিকা শেফালি জারিওয়ালা। বলিউডে কেরিয়ার শুরুর সময় সম্পর্কে ছিলেন তাঁরা।