দ্য ওয়াল ব্যুরো: ২৭ জুন, মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালার। পরদিন অর্থাৎ ২৮ জুন ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। শেফালির মৃত্যুর পর স্বভাবতই ভেঙে পড়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা পরাগ ত্যাগী। স্ত্রীর মৃত্যুর আট দিন পর সোশ্যাল মিডিয়ায় করলেন আবেগঘন পোস্ট।
ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের একটি ভিডিও পোস্ট করে পরাগ লেখেন, 'পরি, তুই যতবার জন্ম নিবি, আমি তোকে খুঁজে নেব। আর প্রতিবার তোকে ভালবাসব। আমার গুন্ডি, ছোকরি, তোকে তো আমি ভালবাসি।'
#REL