দ্য ওয়াল ব্যুরো: শেফালি জারিওয়ালার মৃত্যু ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ‘কার্ডিয়্যাক অ্যারেস্ট’ এখন আর শুধু বয়স্কদের রোগ নয়। মাত্র ৪২ বছর বয়সে প্রাণ হারালেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী। ২০২১ সালে একইভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ‘বিগ বস’ তারকা সিদ্ধার্থ শুক্লাও। বয়স হয়েছিল মাত্র ৪০। প্রশ্ন উঠছে, এত কম বয়সে কেন বারবার ঘটছে এমন মৃত্যু? এমন কী ভয়াবহ এই কার্ডিয়্যাক অ্যারেস্ট? আগে থেকে বোঝার কোনও উপায় কি আদৌ আছে?
কী এই কার্ডিয়্যাক অ্যারেস্ট?