দ্য ওয়াল ব্যুরো: চেয়েছিলেন কন্যা সন্তানের মা হতে তাই দত্তক নেওয়ার স্বপ্ন দেখেছিলেন মনে মনে। বহু বছর সেই স্বপ্নকে নিয়েই এগোচ্ছিলেন। হয়তো কোনওদিন স্বপ্ন পূরণ হত। কিন্তু সেই সুযোগ আর হল কোথায়। অকালে চলে গেলেন শেফালি জারিওয়ালা। চিকিৎসকদের অনুমান, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।
২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন শেফালি। পরে ‘নাচ বালিয়ে’ এবং ‘বিগ বস ১৩’-র সৌজন্যে আবারও খবরের শিরোনামে এসেছিলেন। কিন্তু গ্ল্যামারের আলোর বাইরে, এক অন্য শেফালির স্বপ্ন ছিল, মা হওয়ার। তবে না, নিজের সন্তান প্রসব করে নয়, এক অবাঞ্ছিত শিশুকে আশ্রয় দিয়ে।