দ্য ওয়াল ব্যুরো: কসবায় আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল বিজেপি। শনিবার বিকেলে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল তারা। সেই অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে গড়িয়াহাট থেকে গ্রেফতার হয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। তারই প্রতিবাদে লালবাজারের সামনে অবস্থানে বসার অপরাধে এবার আটক করা হল কলকাতা পুরসভার তিন বিজেপি কাউন্সিলরকে।