দ্য ওয়াল ব্যুরো: আগামী সোমবার, ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষা অধিবেশন। তার আগেই রবিবার সর্বদলীয় বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) জানালেন, অপারেশন সিঁদুর (Operation Sindoor)-সহ সব গুরুত্বপূর্ণ বিষয়েই আলোচনা করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। তাঁর আশ্বাস, সরকার কোনও ইস্যু থেকে পিছু হটবে না, এবং সংসদ যাতে সুশৃঙ্খলভাবে চলে, সেই চেষ্টাই থাকবে।
রিজিজু বলেন, “অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত। সরকারের সঙ্গে বিরোধীদের সহযোগিতা থাকলে সংসদের কাজকর্ম নির্বিঘ্নে চলবে।”