দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের বেঙ্গালুরুর তিলকনগরে এক ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার (২৫ অক্টোবর) মেন রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানার চাদরে মোড়ানো অবস্থায় দেহটি পাওয়া যায়।
শনিবার বিকেল ৪টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। অটোর ভিতরে চাদরে মোড়ানো কিছু একটা রাখা দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে চাদর সরাতেই দেখে, ভিতরে এক মহিলার দেহ রাখা রয়েছে।
#REL