দ্য ওয়াল ব্যুরো: হলিউডের অত্যাধুনিক প্রযুক্তি আর বলিউডের আবেগ যখন একত্র হয়, তখনই জন্ম নেয় ইতিহাস! ঠিক এমনই এক যুগান্তকারী প্রয়াসে তৈরি হচ্ছে ‘রামায়ণ’—ভারতের চিরন্তন কাহিনি এবার রূপ নিচ্ছে আধুনিক প্রযুক্তির মোড়কে, যা হলিউড-বলিউডের যৌথ প্রযোজনায় হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম সিনেমাটিক ইউনিভার্স।
প্রখ্যাত প্রযোজক নমিত মালহোত্রা এবং নীতেশ তিওয়ারির পরিচালনায় এই মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’—শুধু আর ভারতীয় দর্শকের জন্য নয়, এটি হয়ে উঠছে গোটা বিশ্বের সামনে ভারতীয় সংস্কৃতির এক সম্মানজনক উপস্থাপনা।