দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটে তৈরি হয়েছে কোন সিনেমা ? প্রথমেই মাথাতে আসতে পারে 'বাহুবলী' বা 'আরআরআর'-এর নাম ৷ কিন্তু সেই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' (Ramayana) ৷
'রাম' রূপে রণবীর (Ranbir Kapoor) ও 'সীতা' রূপে সাই পল্লবীকে (Sai Pallavi) দেখে মুগ্ধ ভক্তরা। তবে সবেমাত্র লুকের ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে অমিতাভ বচ্চন থাকবেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়।