দ্য ওয়াল ব্যুরো: বিষ মেশানোর মাংস খাইয়ে ১২টি পথকুকুরকে (Street Dogs) হত্যা! জলপাইগুড়ির (Jalpaiguri) কোতওয়ালি থানার মোহিত নগর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে।
প্রশ্ন উঠছে, প্রতিহিংসার আগুন কতটা ভয়াবহ হতে পারে? একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য় কত দূর পর্যন্ত যেতে পারেন? এই ধরনের ঘটনা বেনজির নয়, কিন্তু এর নজিরই বা কেন তৈরি হচ্ছে?
#REL
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মোহিত নগর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে পথকুকুরদের বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, মাংসের সঙ্গে বিষ মিশিয়ে নিষ্পাপ প্রাণগুলিকে নারকীয়ভাবে হত্যা করে ওই ব্যক্তি।