দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের কয়েকজন সন্ত্রাসবাদী (Pakistani Militants) নেপালে (Nepal) লুকিয়ে রয়েছে। সম্প্রতি এমনই তথ্য পেয়েছিল নয়াদিল্লি। আর তারপরই পড়শি দেশের সঙ্গে যোগাযোগ করে যৌথ তল্লাশি অভিযান করা হল। শুক্রবার ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় পেট্রোলিং করে দুই দেশের বাহিনী (India Nepal Joint Search Operation)।