দ্য ওয়াল ব্যুরো: বাংলার মুকুটে যুক্ত হল আরও একটি পালক। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Self Help Groups) ঋণদানের নিরিখে (২০২৪-২৫ অর্থবর্ষে) সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল বাংলা (West Bengal)। শীর্ষে অন্ধ্রপ্রদেশ ৷ কেন্দ্রের সদ্য প্রকাশিত রিপোর্টেই এই তথ্যের উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট ৩০ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে। উপকৃত হয়েছে রাজ্যের প্রায় ১০ লক্ষ ৩৭ হাজার স্বনির্ভর গোষ্ঠী।
#REL