দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার ইতিহাসে 'শোলে' একটি মহাকাব্য, যা বছরের পর বছর ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছে। অ্যাকশন, কমেডি, বন্ধুত্ব এবং প্রতিশোধের মিশেলে এই ছবিটিকে অনেকেই 'গুড ভার্সেস ইভিলের' চিরন্তন জয় বলে মনে করেন। কিন্তু অনেকেই এই ছবির এক ভিন্ন দিক তুলে ধরেছেন - যেখানে মহাকাব্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর বিষণ্ণতা এবং সম্পর্কের টানাপোড়েন।