দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্তের (Covid-19) সংখ্যা ফের হু হু করে বাড়তে শুরু করেছে দেশে (India)। বিগত কয়েক দিনে প্রায় প্রতিটি রাজ্য থেকেই নতুন করে সংক্রমণের খবর আসছে। তবে আপাতত পশ্চিমবঙ্গবাসীরা (West Bengal) একটু বেশি চিন্তিত। কারণ, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা বাংলাতেই।