অংশুমান কর
একাদশ দ্বাদশ শ্রেণির স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় (SSC Exam 2025) ইন্টারভিউতে কারা ডাক পাবেন সেই তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই আইন মোতাবেক ‘অনভিজ্ঞ’ নবীন চাকুরিপ্রার্থীদের (New Fresher Candidate) ক্ষোভ আর প্রশমিত হচ্ছেই না। এই ক্ষোভের সঙ্গত কারণ রয়েছে। কিন্তু যে-পথে হাঁটলে তাঁদের সমস্যার অনেকখানি সুরাহা হতে পারে, সেই পথে তারা হাঁটছেন কি?