দ্য ওয়াল ব্যুরো: সারা দেশের সঙ্গে গুটি গুটি পায়ে বাংলাতেও (West Bengal) বাড়ছে করোনা সংক্রমণ (Covid 19)! সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বাংলায় কোভিড পজিটিভ (Covid positive ) রোগীর সংখ্যা ১১৬ জন! অথচ ২৬ মে এই সংখ্যাটা ছিল মাত্র ১৪!
হঠাৎ করে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমজনতার মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এর মধ্যে শুক্রবারই নতুন করে ৫৯ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। যদিও স্বাস্থ্য দফতরের পরামর্শ, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে অধিকাংশ জনেরই মৃদু উপসর্গ রয়েছে।
#REL