দ্য ওয়াল ব্যুরো: যোগ্য চাকরিহারাদের (SSC Job Deprived) অর্ধনগ্ন মহামিছিল (SSC Rally) আটকাতে অতি সক্রিয় পুলিশ। সকাল থেকেই শিয়ালদহ চত্বরে শিক্ষক-শিক্ষিকারা জমায়েত শুরু করলে ধরপাকড় শুরু করে পুলিশ (Police)। মাইকিং করে বলা হয়, অনুমতি নেই, জমায়েত যেন না করা হয়। শুধু তাই নয় নিত্যযাত্রীদের মধ্যে যাতে কোনও চাকরিহারারা মিশে না থাকেন, সেটাও নিশ্চিত করতে এক নিত্যযাত্রীকেও আটক করা হয়েছে। শিয়ালদহের (Sealdah) পাশাপাশি ধর্মতলা চত্বরেও চাকরিহারাদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ। মেট্রো স্টেশনও (Metro Station) বাদ নেই তল্লাশি থেকে।