দ্য ওয়াল ব্যুরো: চিনের গাওকাও (Gaokao), দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। আর সেই পরীক্ষায় ‘কম নম্বর’ (Exam Score) পেয়ে ঘরছাড়া (Locked Out) হতে হল দক্ষিণ চিনের হুনান প্রদেশের হুয়াইহুয়া শহরের এক কিশোরকে (Chinese Student)।
ঘটনার কেন্দ্রে রয়েছে ১৭ বছরের শাওকাই, যে ৭৫০ নম্বরের গাওকাও পরীক্ষায় ৫৭৫ নম্বর পেয়েছেন। চিনের শিক্ষাব্যবস্থায় এই ফল ‘ভাল’ বলে মানা হলেও, তাঁর বাবা-মায়ের মতে এই নম্বর দেশের সেরা '৯৮৫' শ্রেণিভুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যথেষ্ট নয়।