দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রামে (Jhargram) ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটেলিয়নের (Junglemahal Battalion) সাব-ইন্সপেক্টর (SI) জয়দেব চট্টোপাধ্যায়ের (৩২) বিরুদ্ধে তাঁর বাবা-মাকে (Parents) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে!
বুধবার রাতে ঝাড়গ্রামের পুলিশ লাইন (Jhargram Police Line) এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সেখানেই ভাড়া বাড়িতে বাবা-মাকে খুনের পর জয়দেব নিজের গলাতেও গুলি চালিয়ে আত্মহত্যার (Suicide) চেষ্টা করেন। বর্তমানে তিনি ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন।