অমল সরকার
‘জীবন বদলে দিয়েছে মনোজিৎদের অত্যাচার’। বলেছেন এক নির্যাতিতা। পড়াশুনো ছেড়ে তিনি এখন ঘরসংসার করছেন। কসবা ল কলেজের অভিজ্ঞতা দুর্বিষহ করে তুলেছিল তাঁর জীবন। পরিস্থিতি এতটাই দমবন্ধকার হয়ে উঠেছিল যে কলকাতা ছেড়ে গুজরাতে আত্মীয়ের বাড়ি চলে যেতে হয়। তিনি অভিযোগ করেছেন, ইউনিয়নের দাদারা তাঁকে তিনদিনের জন্য মনোজিতের সঙ্গে মন্দারমনিতে রাত কাটাতে চাপ দিয়েছিল। রাজি না হওয়াতে এমন পরিণতির মুখোমুখি হতে হয় তাঁকে।