দ্য ওয়াল ব্যুরো: ‘এটা শুধু তোমার জন্য। যখনই বল হাতে নিয়েছি, তোমারই মুখ ভেসে উঠেছে…’
গতকাল এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট তুলে ইংরেজদের দফারফা করলেন যিনি, সেই আকাশ দীপের গলাটা আবেগে কেঁপে কেঁপে উঠছিল। প্রিয় দিদি, যিনি গত দু’মাস ধরে ক্যানসারে আক্রান্ত, তাঁকেই নিজের মহাকাব্যিক পারফরম্যান্স উৎসর্গ করেছেন আকাশ। জসপ্রীত বুমরাহ খেললে এই টেস্টে যাঁর নামাই হত না। বুমরাহ পুরোপুরি সুস্থ থাকলে চলতি সিরিজে খেলতে পারতেন কি? এই প্রশ্নও উঠবে।