রূপক মিশ্র
চাঁদমারিটা জ্বলছিল। চাঁদমারিটা ছিল নাগালে।
দরকার মাত্র ৩৪ রান। তাহলেই টেস্টের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন। গড়ার আড়ালেই রয়েছে ভাঙন। অপরাজিত ৪০০ করে একসময় মাথা উঁচু করে ময়দান ছেড়েছিলেন যে ব্রায়ান চার্লস লারা, সেই ২০০৪ সালে, তারপর দুই দশক কেটে গিয়েছে, কেউ তার নাগাল পর্যন্ত পায়নি। টপকানো তো দূরের কথা।