দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্ট ড্র করার পর ম্যাচের ফলাফলের চাইতেও চর্চায় ইংরেজ শিবিরের আচরণ। বিশেষ করে অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) বেশ কিছু সিদ্ধান্ত ও বক্তব্য। প্রথমত, ড্রয়ের প্রস্তাব হাতে নিজেই এগিয়ে গিয়েছেন। তারপর সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়ানো রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তা নাকচ করামাত্র বিতণ্ডায় জড়িয়েছেন ইংরেজ দলনেতা।
স্টোকসের এহেন আচরণের আড়ালে কি নেহাতই হতাশা? নাকি দুই লোয়ার মিডল অর্ডারের ব্যাটারকে সেঞ্চুরি হাঁকাতে দেখার ক্ষুদ্র ঈর্ষা? প্রশ্ন উঠেছে।