অমল সরকার
জ্যোতি বসুর (Jyoti Basu) আজ জন্মদিন। আজ, ৮ জুলাই, সৌরভ গঙ্গোপাধ্যায়েরও জন্মদিন। সৌরভের দেশের ক্রিকেট টিমে জায়গা পাওয়া এবং লর্ডসে অভিষেক ম্যাচে সেঞ্চুরির করার পর নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকার তাঁর সংবর্ধনার আয়োজন করেছিল।
সেদিন ভাষণে জ্যোতিবাবু কথায় কথায় বলেছিলেন, প্রতি বছর আমার জন্মদিনে আমি সৌরভের কথাও মনে রাখব। তাঁরা দু’জনেই সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী সে কথাও সেদিন খানিক হাল্কাছলে উল্লেখ করেছিলেন জ্যোতিবাবু।