দ্য ওয়াল ব্যুরো: “লুক আউট ফর দ্য রকেট।”
২০১৮ সালের জানুয়ারি। ভেন্যু: কেপটাউন। ভারতীয় দলের হোটেলে এক ঘনিষ্ঠ বন্ধুর কানে ফিসফিস করে কথাটা বলেছিলেন রবি শাস্ত্রী। পরদিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে চলেছে এক তরুণ পেসারের। বাইরে তখন কেউ জানতেও পারেনি, ঠিক কীসের পূর্বাভাস, কীসের সংকেত দিয়ে গেলেন শাস্ত্রী।