দ্য ওয়াল ব্যুরো: ‘ক্রিকেট আমার প্রথম প্রেম। এর জন্য সবকিছু দিতে রাজি। যখন পারফর্ম করতে পারি না বা দল হারে, খুব কষ্ট পাই। ক্রিকেটকে ভালবাসি। ব্যর্থতা ব্রেক আপের মতো মনে হয়!’
থতমত ইংরেজিতে লাজুক হেসে কথাগুলো যিনি বলছেন, তিনি ৫৩ দিনের ম্যারাথন সফরে পাঁচ টেস্ট মিলিয়ে ১৮৭ ওভার বল করেছেন। নিয়েছেন সর্বোচ্চ উইকেট।
আবার তিনিই ছেড়েছেন দুর্ধর্ষ প্রতিপক্ষের সহজ ক্যাচ। ১৯ রানের মাথায়। জীবন ফিরে পেয়ে যে-ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে দল দাঁড়িয়েছে খাদের কিনারায়।