দ্য ওয়াল ব্যুরো: রবিবার ৫০০ ছুঁয়েছিল একিউআই। মারাত্মক খারাপ অবস্থা দিল্লির। দৃশ্যমানতা নেমে যায় শূন্যে। সোমবারের পর মঙ্গলবারও বিরাট কিছু উন্নতি হয়নি। শীত যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে দূষণও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্র্যাপ ৪ বিধিনিষেধ রয়েছে রাজধানীতে। দূষণ মোকাবিলায় এবার সেখানে ব্যান করা হল বহু পরিচিত তন্দুর (Tandoor)। কয়লা ও জ্বালানি কাঠে চলা তন্দুর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করল দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (Delhi Pollution Control Committee-DPCC)। শহরের সব হোটেল, রেস্তরাঁ, ধাবা এবং রাস্তার ধারের খাবারের দোকানে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
#REL