দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ৪৩ দিন নিখোঁজ থাকার পর নিজেই গ্রামের বাড়িতে ফিরে এল ইসলামপুরের নির্যাতিত নাবালক। ঘরের ছেলেকে ফিরে পেয়ে আনন্দের বান ডাকল পরিবারে।
মাস দেড়েক আগে মহেশতলার একটি জিন্সের কারখানায় অমানবিক অত্যাচারের শিকার হয়েছিল এক নাবালক। অভিযোগ, চোর সন্দেহে উল্টো করে ঝুলিয়ে তাঁকে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল। ভাইরাল ভিডিও সামনে আসতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল। অনেক তল্লাশিতেও খোঁজ না মেলায় অনেকেই আশঙ্কা করেছিলেন, ওই কিশোরকে হয়তো খুন করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বাড়ি ফিরে এল ওই নির্যাতিত কিশোর।