দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে প্লে-অফের (IPL 2025 Playoff) টিকিট পাকা করে ফেলেছে আরসিবি (RCB)। নিজে ঘরে-বাইরে সমালোচনার ইতি টেনে টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। প্রিয় ফর্ম্যাটকে বিদায় জানিয়ে দিনকয়েক আগে সস্ত্রীক বৃন্দাবন (Vrindavan) যাত্রা করেন। প্রেমানন্দ মহারাজের (Premananda Maharaja) প্রশ্নের জবাবে জানান—তিনি আপাতত ‘প্রসন্ন’।