দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ (Malegaon Blast) মামলায় বিশেষ এনআইএ আদালত রায় ঘোষণা করার সময় এক প্রাক্তন অ্যান্টি-টেরর স্কোয়াড (ATS) আধিকারিকের বিস্ফোরক দাবি খারিজ করে দেয়। ওই আধিকারিক দাবি করেছিলেন, তদন্তকারী দলকে আরএসএস প্রধান মোহন ভাগবতকে (Mohan Bhagwat) গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালত সেই দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে।
বিশেষ বিচারপতি এ কে লাখোটি প্রাক্তন এটিএস আধিকারিক মেহবুব মুজাওয়ারের আরও একটি দাবি— দুই অভিযুক্তকে হেফাজতে মেরে ফেলা হয়েছিল— তাও খারিজ করেন। তিনি জানান, এ বিষয়ে কোনও গ্রহণযোগ্য প্রমাণ বা সাক্ষ্য নেই।