দ্য ওয়াল ব্যুরো: সিগারেটের প্যাকেটে বড় করে লেখা থাকে সতর্কবার্তা – ‘স্মোকিং ক্যানসারের কারণ।’ তবুও অনেকেই সেই শেষ টানটা ছাড়তে পারেন না। কারণ কী? এটা কিন্তু শুধুই অভ্যাস নয়, তা একধরনের আসক্তি। একবার শুরু হলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন।
একইভাবে আমাদের প্রতিদিনের পছন্দের খাবার তালিকায় থাকা আলুর চিপস, বার্গার, চকোলেট বা প্যাকেটের নুডলস - সবই আসলে এক ‘ফাঁদ’ বলা যেতে পারে। রঙিন মোড়ক, টকঝাল-মিষ্টি স্বাদে আমরা জগতসংসার ভুলে যাই, এগুলিও আসলে ‘নেশা’ তৈরি করে। আসলে জাঙ্ক ফুডও সিগারেটের নেশার মতোই বিপজ্জনক, বলছেন চিকিৎসক।
#REL