দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে শিল্প ও পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal)। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রো রেলের কোচ তৈরির জন্য টিটাগড় (Titagarh) রেল সিস্টেমস লিমিটেড-কে জমি লিজে দেওয়া হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরপাড়ার কোতরং ও ভদ্রকালী মৌজার ৪০.০০৯ একর জমি ৯৯ বছরের জন্য লিজে দিচ্ছে রাজ্য সরকার। ওই জমিতে কোচ তৈরির কারখানা সম্প্রসারণ করবে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (পূর্বতন টিটাগড় ওয়াগন)।