প্রতীতি ঘোষ, ব্যারাকপুর
আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়লেন টিটাগর পুরসভার তৃণমূল কাউন্সিলরের দাদা ও তৃণমূল যুব নেতা মহম্মদ খুররাম। খুররমের সঙ্গেই আরও চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে টিটাগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, তোলাবাজি, ডাকাতি-সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। ধৃত তৃণমূল নেতা খুররম টিটাগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইনাম খানের দাদা
#REL