দ্য ওয়াল ব্যুরো: তিনি পাঞ্জাবের (PBKS) নতুন ‘সরপঞ্চ’! দলের মুখিয়া, তরুণ ব্রিগেডের প্রধান। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন। রান করেন। সময়ে বোলার বদলান, যারা উইকেট তুলে টিমকে লড়াইয়ে ফিরিয়ে আনে।
প্রথম মরশুমে পাঞ্জাব কিংসের কুর্সিতে বসেই দলের ভোল বদলে দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত বছর আইপিএল (IPL) জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। পরের মরশুমে সফল দল ছেড়ে নতুন কোনও শিবিরে যোগ দেবেন, তাও এমন টিম, যারা আইপিএল জেতেনি, ১১ বছর আগে শেষবার আইপিএলের প্লে-অফে উঠেছে—শ্রেয়সের সিদ্ধান্তে একইসঙ্গে বিচলিত ও বিস্মিত হন অনুরাগীরা।