দ্য ওয়াল ব্যুরো: দাবার বিশ্বকাপ (Chess World Cup) এবার আয়োজিত হতে চলেছে গোয়ায় (Goa)। মঙ্গলবার আয়োজক সংস্থা ‘ফিডে’ (FIDE) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল—মহারণ চলবে ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। ২০৬ জন দাবাড়ু মুখোমুখি হতে চলেছেন নকআউট লড়াইয়ে।
দ্য ওয়াল ব্যুরো: সেন্ট লুইসে শুরু হল সিঙ্কফিল্ড কাপ (Sinquefield Cup 2025)। আর প্রথম দিনেই বাজিমাত আর প্রজ্ঞানন্দের (R Praggnanandhaa)। হারালেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশকে (D Gukesh)। আর এই জয়ের সুবাদে ফিডের (FIDE) লাইভ রেটিংয়ে উঠে এলেন ৩ নম্বরে। ২০ বছরের তরুণ গ্র্যান্ডমাস্টারের রেটিং এই মুহূর্তে ২৭৮৪। সামনে কেবল ম্যাগনাস কার্লসেন (২৮৩১) আর হিকারু নাকামুরা (২৮০২)। সিঁড়িভাঙার লড়াইয়ে পিছনে ফেলে দিলেন ফাবিয়ানো কারুয়ানাকে। যাঁকে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আটকে দেন ইয়ান-ক্রিশটোফ দুদা। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি প্রজ্ঞানন্দ।
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বচ্যাম্পিয়নকে একবার হারানোই চাট্টিখানি কথা নয়। কিন্তু তিন দিনের ব্যবধানে দু-দু’বার সেই অসম্ভবকে সম্ভব করলেন তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। লাস ভেগাসে ‘ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ট্যুরে’র মঞ্চে ফের হারালেন কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে পরাজিত হয়ে তাঁকে তিন নম্বরে থামতে হল।
শনিবার গভীর রাতে প্রথম খেলায় প্রজ্ঞানন্দ সাদা ঘুঁটি হাতে মাত্র ৪৩ চালে হারিয়ে দেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে। টাইম কন্ট্রোল ছিল ১০ মিনিট। শুরুর 'পজিশন নম্বর ৪১৪'-এ দুই দিক থেকে রাজা, একজোড়া গজ আর নৌকা দাঁড়িয়ে, মধ্যিখানে রাজা।
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই উপর্যুপরি দু’বার ডি. গুকেশের (D. Gukesh) হাতে পর্যুদস্ত হয়েছিলেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। প্রথমবার ক্লাসিক্যালে (Classical Chess)। হেরে জানিয়েছিলেন, দাবার এই ফর্ম্যাট ঠিক পছন্দের নয়। দ্বিতীয়বার পরাজিত হন র্যাপিডে (Rapid Chess)। তখন বক্তব্য ছিল, দাবা নামক বস্তুটা থেকেই মন উঠে যাচ্ছে। দুনিয়ার পয়লা নম্বর দাবাড়ু ভারতের এক তরুণ প্রতিপক্ষের কাছে মাত খেয়ে কার্যত প্রস্থানের চিন্তাভাবনা করছেন—এমনটা অতীতেও খুব একটা দেখা যায়নি।