দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হাঁটু সমান কাদাজল। তার মধ্যেই বাঁশের চাঁদোয়া কাঁধে নিয়ে কয়েকজন গ্রামবাসী এগিয়ে চলেছেন শ্মশানের দিকে। থই থই জল কাদায় রাস্তার চিহ্ন নেই। সেই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন কেউ কেউ। আর সেই ভিডিও এখন ঘুরছে সামাজিক মাধ্যমে। আবারও সামনে এল চরম অব্যবস্থার ছবি।
খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রাম। অভিযোগ, গ্রামের শ্মশান পর্যন্ত প্রায় ৮০০ মিটার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন। জায়গায় জায়গায় জল জমে রয়েছে, কাদা-মাটিতে রীতিমতো পিচ্ছিল পথ। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।