দ্য ওয়াল ব্যুরো: বাজবলের দাপটে ম্যাঞ্চেস্টারে পথ হারালেন টিম ইন্ডিয়ার বোলাররা। ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Fourth Test) তৃতীয় দিন ওল্ড ট্র্যাফোর্ডে শুধু দেখা গেল ইংলিশ ব্যাটারদের দাপট। দেড়শত রানের ইনিংস খেলে যার নেতৃত্ব দিলেন জো রুট (Joe Root)।